সিএসইতে লেনদেন ৯.৫৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৯.৫৭ কোটি টাকা। ১,৬৫৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৪২.৫৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৪.০৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫০৭.৮৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৭.৫৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৬.৮৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.০৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৩.৫৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৫.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৬১.০৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯২,৮৩৮.৩১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫১,৬৯৬.০১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৯ টির, দাম কমেছে ৫৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।

পূর্ববর্তী নিবন্ধবিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসিরিয়ার এক গণকবরেই এক লাখ মরদেহের সন্ধান