অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে গ্রুপ সেরা বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া ২৯ রানে অল আউট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

অনূর্ধ্ব১৯ নারী এশিয়া কাপে টানা দুই ম্যাচে জিতে অপরাজিত থেকে গ্রুপ সেরা হয়ে সুপার ফোর পর্বে গেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ২৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছিল টাইগার কিশোরীরা বিজয় দিবসের দিনে। আর গতকাল দ্বিতীয় ম্যাচে মালেয়েশিয়াকে একেবারে উড়িয়ে্‌ই দিল বাংলার কিশোরীরা। এমনিতেই কঠিন কোনো প্রতিপক্ষ নয় মালয়েশিয়া। মাঠের ক্রিকেটেও সেই পার্থক্যটা পরিস্কার বুঝিয়ে দিল বাংলাদেশ। ব্যাটেবলে দাপুটে জয়ে তারা পৌঁছে গেল সুপার ফোর পর্বে। গতকাল কুয়ালালামপুরে মালেয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ১৪৯ রানের জবাবে মালেয়েশিয়ার ইনিংস শেষ হয় মাত্র ২৯ রানেই। আগের দিন শ্রীলংকার বিপক্ষে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া নিশিতা আক্তার এবার ৫ উইকেট শিকার করেন কেবল ৩ রান দিয়ে। তবে ৪৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা জান্নাতুল মাওয়া। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে ৪৫ রান এনে দেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা। ২১ বলে ২৬ রানে আউট হন ছোঁয়া। ১৬ বলে ১৯ রান করেন ইভা। এরপর দুই সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমা ভালো কিছু করতে পারেননি। তবে একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নেন জান্নাতুল মাওয়া। শেষ দিকে দ্রুত রান তোলেন সাদিয়া আক্তার। ৪৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন জান্নাতুল মাওয়া। তিনি চারটি চার মেরেছেন। আর ১৯ বলে ৩১ রানে অপরাজিত থাকেন সাদিয়া। তিনি তিনটি চার এবং একটি ছক্কা মেরেছেন। আর তাতেই বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১৪৯ রান। জবাবে ব্যাট করতে নামা মালেয়েশিয়া কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশের বোলারদের সামনে। ওপেনিংয়ে ৫ রান করেন নূর আলিয়া বিন্তি মোহাম্মদ হাইরুন। সেটিই দলের সর্বোচ্চ। তিন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। চার ব্যাটার করেছেন ১ রান করে। তবে তাদের ইনিংসে সর্বোচ্চ ১২ রান আসে অতিরিক্ত থেকে। বাংলাদেশ দলের পক্ষে চার ওভার বল একটি মেডেন সহ মাত্র ৩ রান দিয়ে নিশিতা নেন ৫ উইকেট। টিটোয়েন্টি ক্রিকেটে একটি বাংলাদেশের কোন নারী ক্রিকেটারের সেরা বোলিং। চার ওভার বল করে একটি মেডেন সহ ৫ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন হাবিবা। আর আনিসা চার ওভার বল করে একটি মেডেন সহ ৫ রান খরচায় নিয়েছেণ ২টি উইকেট। টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে মালয়েশিয়ার কিশোরীরা। আর বাংলাদেশের সঙ্গে এই গ্রুপ থেকে সুপার ফোর পর্বে জায়গা পেয়েছে শ্রীলংকা। সুপার ফোরএ নিজ গ্রুপ থেকে ওঠা দল ছাড়া অন্য দুই দলের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশ দলকে। অন্য গ্রুপ থেকে সুপার ফোর পর্বে উঠেছে ভারত ও নেপাল। ফলে সুপার ফোর পর্বে এই দুই দলই বাংলাদেশের প্রতিপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধতিন জয়ে তৃতীয় স্থানে উঠল চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধনাচ, গান ও আবৃত্তিতে শিল্পকলায় বিজয় উৎসব