জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম ২০২৫–এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে গোলাম সরোয়ার চৌধুরী প্রেসিডেন্ট এবং ইসতিয়াক আলম চৌধুরী সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। গতকাল মংগলবার চিটাগং ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেসিআই চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। জেসিআইয়ের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন– আইপিএলপি মোহাম্মদ ইসমাঈল (মুন্না), নির্বাহী সহ–সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, মইন উদ্দিন নাহিদ , সহ–সভাপতি মুন্তাসির আল মাহমুদ (রাহি), শাহেদ আলী সাকি, ডা: জুয়েল রহমান, আল আমিন মেহেরাজ বাপ্পি, সেক্রেটারি জেনারেল ইসতিয়াক আলম চৌধুরী, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইসতিয়াক উর রহমান। স্পেশাল এসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট সাদ বিন মুস্তাফিজ। জিএলসি ইঞ্জিনিয়ার আশরাফ বান্টি, স্ট্রেটেজিক প্লেনিং চেয়ারপারসন সাইহান হাসনাত, মিডিয়া ও পিয়ার চেয়ারপারসন ফারিয়া আকবর রিয়া, জেসিআই ইন বিজনেস চেয়ারপারসন শাহাব উদ্দিন চৌধুরী, পরিচালক নিযুক্ত হয়েছেন তৈয়্যবুর রহমান জাওয়াদ, কায়সার হামিদ ফরহাদ, তাইমুর আহমেদ রিফাত, অনিক চৌধুরী, ডা. নুরুল কবির মাসুম, আফরোজা বেগম, মোহাম্মদ আনাস, মো: জিয়া উদ্দিন, সাকিব চৌধুরী, শাহেদ সাকি, আকরাম তুহিন প্রমুখ । ডিজিটাল কমিটি চেয়ার ফয়সাল মাহমুদ, ইভেন্ট কমিটি চেয়ার কাজি আমির খসরু। জেসিআই বাংলাদেশের সহ–সভাপতি এবং ২০২৩ সালের জেসিআই চিটাগং–এর প্রেসিডেন্ট রাজু আহাম্মেদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। জেসিআই চট্টগ্রামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে ২০২৪ সালের সংগঠনের চতুর্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জে সি আই বাংলাদেশ এর ন্যাশনাল গভর্নিং বডির মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট (ইলেক্ট) কাজি ফাহাদ, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট (ইলেক্ট) আরিফিন রাফি আহমেদ, ন্যাশনাল ইভিপি (ইলেক্ট) শান সাহেদ, ন্যাশনাল কোষাধ্যক্ষ (ইলেক্ট) ইরফান উদ্দিন, ন্যাশনাল জি এল সি তাহসিন আজিম সেজান
নবনির্বাচিত প্রেসিডেন্ট গোলাম সরোয়ার চৌধুরী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, যেহেতু জেসিআই তরুণদের সংগঠন তাই ১২ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আশা করছি। এছাড়া বোর্ড মেম্বার ও মেম্বারদেরকে কাজের দক্ষতা ও দৃঢ়তাকে কাজে লাগিয়ে জেসিআই চিটাগং কে শ্রেষ্ঠ লোকাল চাপটার হিসেবে মাইল ফলক স্থাপন করতে চাই।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) তরুণদের একটি সংগঠন। এতে ১৮–৪০ বছরের তরুণরা সদস্য হন। ২০১২ সালে জেসিআই চিটাগং কার্যক্রম শুরু করে। খবর প্রেস বিজ্ঞপ্তির।