মোস্তফা হাকিম কলেজে ম্যানেজমেন্ট ফেস্ট

| বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলি মোস্তফা হাকিম কলেজে ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে গত রোববার বর্ণাঢ্য ম্যানেজমেন্ট ফেস্ট’২৪ সম্পন্ন হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতা, ওয়ার্কশপ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলিতসুরে ফ্লাশমব, পিঠা উৎসব এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ নেছার আহমেদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্যোগকে প্রশংসা করেছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর এবং উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী। বক্তব্য সভায় সর্বশেষ ডিবেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন টিম মাইলস্টোনকে ১ম রানার আপ তর্কতীর্থ, ২য় রানার আপ অ্যাভেঞ্জারসকে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ করা, নিজেদের মধ্যে নেটওয়ার্কিং, দলগত কাজের মূল্য বোঝানো এবং তাদেরকে বাস্তব জীবনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করা। উত্তর কাট্টলি আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রধান উম্মে বদরুন বারী এই অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই ফেস্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে একত্রিত করেছি এবং তাদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সুযোগ করে দিয়েছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঠান পাড়া সমাজের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু