দুই আসামির দুদিনের রিমান্ড

শাহ আমানতের অফিস সহকারী খুন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অফিস সহকারী উসমান সিকদার খুনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা দুই আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মী বাদল মজুমদার ও তার সহযোগী মো. আরিফ। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে দুজনের ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, উসমান সিকদার খুনের ঘটনায় বাদল মজুদার ও মো. আরিফসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরজন হলেন বিমানবন্দরের ইলেকট্রিশিয়ান ইব্রাহীম খলিল। তিনি গত শুক্রবার খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে বলা হয়, বিমানবন্দর দিয়ে সৌদি রিয়াল পাচার নিয়ে দ্বন্দ্বের জেরে উসমানকে বাসা থেকে তুলে নিয়ে খুন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রভাত চন্দ্র বড়ুয়ার স্মরণ সভা
পরবর্তী নিবন্ধবাঙালির ইতিহাস-ঐতিহ্য অনুশীলনে বইয়ের কোনো বিকল্প নেই