ফরহাদাবাদ দরবার শরীফের পীর হযরত মাওলানা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদীর (র.) বড় জামাতা, পূর্ব ধলই লুৎফদ্দীন জামেউল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পীরে ত্বরিকত মাওলানা সৈয়দ শফিউল বারী (রহ.) গত সোমবার রাত ৩:৪৫টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। গতকাল বাদে আছর হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।