ফুলগুলি ঝরে পড়ে
সময়ের স্রোতে
নতুন কলি আসে
আঁধার রজনীতে।
দিগন্তে উঁকি দেয় নতুন রবি
ভোরের জানান দিতে
মৃত্যুর ফেরেশতারা আসে
জীবনের ওপারে নিয়ে যেতে।
পাখিদের কূজনে ভাঙে ঘুম
শুরু হয় অনিন্দ্য সুন্দর দিন
পৃথিবীর দুয়ারে হাঁটতে হাঁটতে
বাড়ে বেদনার বিবর্ণ ঋণ।
নিঃস্ব হয় প্রকৃতি, মৃতগুল্মে
শূন্যলতার আতিথেয়তায়
কক্ষপথের আবর্তে
শোকাহত হয় ভাবনার ব্যথায়।
আমরা প্রতিদিন জন্ম নিই
মৃত্যুর দুয়ারে
লোভাতুর মনে লোভ হয়
সম্পদের জোয়ারে।
হারিয়ে যায় বেলা
অস্তাচলগামী সূর্যে
অমাবস্যার তিমির রজনীতে
পূর্ণিমা চাঁদের খোঁজে।
নতুন জীবনের প্রতীক্ষায়
ছুঁড়ে ফেলি জরাজীর্ণ জীবন
ভালোবাসা ভালোলাগা
মরীচিকায় কদর্য স্বপন।