উচ্চভিলাসী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জোর দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে ভিসা দেওয়ার পরিমাণ বাড়িয়েছে সৌদি আরব। দুবাই ভিত্তিক গালফ নিউজ জানিয়েছে, দেশটি বর্তমানে প্রতিদিন চার থেকে ছয় হাজার শ্রম ভিসা দিচ্ছে বাংলাদেশিদের। সামনের দিনগুলোতে তা আরও বাড়াতে পারে সৌদি সরকার। গত মাসেও বাংলাদেশ থেকে ৮৩ হাজার কর্মী নিয়োগ করেছে সৌদি আরব, যা এক মাসের হিসাবে বিশ্বের অন্যান্য দেশ থেকে নিয়োগের তুলনায় সর্বোচ্চ। খবর বিডিনিউজের।
সৌদি সরকার তাদের উচ্চভিলাসী উন্নয়ন পরিকল্পনা ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে জোর দিচ্ছে। ২০৩৪ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ও ২০৩০ রিয়াদ এঙপোর মত উচ্চ পর্যায়ের ইভেন্ট এবং বিমানবন্দর, রেলওয়ে ও স্টেডিয়াম নির্মাণের মত বড় বড় সব প্রকল্প বাস্তবায়নের তোড়জোর শুরু করেছে। যে কারণে সেখানে শ্রমিকদের চাহিদা বেড়েছে।
গালফ নিউজ বলছে, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের জন্য সমপ্রতি ৩৭২ টন মাংস দিয়েছে সৌদি আরব। সেগুলো অনাথাশ্রম, ধর্মীয় স্কুল ও সারা দেশের দুঃস্থদের মাঝে বিতরণ করা হবে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে।