বিজয় দিবসে দারুণ জয় টাইগারদের

| সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

বিজয় দিবসের প্রথম প্রহরে দেশের জন্য দারুণ এক উপহার দিল বাংলাদেশের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে টাইগাররা।

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচাইতে আলোচিত দল ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। হাসান মাহমুদের বুদ্ধিদীপ্ত বোলিং রোমাঞ্চকর এই জয় এনে দেয় বাংলাদেশকে। শেষ ওভারে স্বাগতিকদের জয়ের জন্য দরকার ছিল ১০ রান।

হাসান মাহমুদ শেষ ওভারে মাত্র দুই রান দিয়ে তুলে নেন শেষ দুই উইকেট। ফলে এক বল বাকি থাকতে ক্যারিবীয়রা অল আউট হয় ১৪০ রানে।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান করে ৬ উইকেট হারায়। দলের পক্ষে সৌম্য সরকার ৩২ বলে করে সর্বোচ্চ ৪৩ রান। এছাড়া জাকের আলি ২৭ বলে ২৭, মিরাজ ২৪ বলে ২৬ এবং শামীম হোসেন ১৩ বলে ৩টি ছক্কার সাহায্যে করেন ২৭ রান।

জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই শেখ মেহেদী হাসানের ঘুর্নির মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে। শুরুতে জনসন চার্লস এবং শেষ দিকে অধিনায়ক রভম্যান পাওয়েল চেষ্টা করেছিলেন দলকে টানার। কিন্তু শেষ ওভারের চতুর্থ বলে পাওয়েলকে ফিরিয়ে স্বাগতিকদের সব আশা শেষ করে দেন হাসান মাহমুদ। ৩৫ বলে ৫ টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৬০ রান করেন পাওয়েল। এছাড়া দলের পক্ষে দুই অংকের ঘরে যেতে পেরেছেন আর মাত্র দুজন।

তারা হলের ২০ রান করা চার্লস এবং ১৭ বলে ২২ রান করা শেফার্ড। বাংলাদেশের পক্ষে শেখ মেহেদী হাসান ১৩ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদেন ধ্বসিয়ে দেন। ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধমুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
পরবর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা