কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই

| সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৯ পূর্বাহ্ণ

ভারতের কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন আর নেই। হৃদরোগ নিয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। জাকির হোসেনের ঘনিষ্ঠ বন্ধু ও বংশীবাদক রাকেশ চৌরাশিয়াকে উদ্ধৃত করে ভারতের সংবাদ সংস্থা পিটিআই রোববার রাতে এই খবর দিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

আনন্দবাজার পত্রিকা লিখেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু’ সপ্তাহ ধরেই তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। ১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জাকিরের। তার পিতা উস্তাদ আল্লা রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলা শিখতে শুরু করেন তিনি। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনপুরা শিশু নিকেতন কিন্ডারগার্টেনে আহরণ শিক্ষক সভা
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক ও বিদেশি ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ