দেশ বলতে বুঝি

তারিফা হায়দার | সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

দেশ বলতে আমি আমার মাকে বুঝি

পতাকা বলতে বুঝি মায়ের আঁচল

প্রিয় বন্ধুর সাথে খুনসুটি, কাগজে কাটাকুটি

মায়ের আঁচলে লুকোচুরি, আধুলি অচল।

সবুজের বুকে লাল সূর্য এঁকে দিতে

একদা যুদ্ধে গিয়েছিল যে যুবক

ফিরে এসেছিল কিনা জানি না

মানচিত্র বলতে আমি বুঝি তার রক্তে ভেজা আঙিনা।

ক্লান্ত দুপুরে কিংবা খাঁ খাঁ রোদ্দুরে

ঘামে ভেজা শরীরে ফসল ফলায় যে কৃষক

স্বাধীনতা বলতে আমি বুঝি তার মুখের হাসি

বিজয় বলতে বুঝি একথালি ভাতআনন্দ রাশি রাশি।

মুক্তি শব্দটি আমার কাছে খোলা আসমান

মুক্ত বিহঙ্গের অবাধ উড়াউড়ি

মাছরাঙা সাঁতার, কিশোরী মেয়ের ঘুঙুড়,

ফেনিল জলরাশির উচ্ছসিত কলতান।

ঘর বলতে বুঝি আমার দেশ

পিতার কোমল জায়নামাজের উদার জমিন

অস্তিত্ব বলতে বুঝি আমার ঠিকানা

লাখো শহীদের রক্তে কেনা সোনার বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার ঘ্রাণ
পরবর্তী নিবন্ধবিতর্কিত শিল্পকর্ম ‘কমেডিয়ান’ ভোগবাদ না ব্র্যান্ডিং