এবং তোমাদের কি এটার উপর হয়েছে যে, তোমাদের কাছে তোমাদের রবের নিকট থেকে একটা উপদেশ এসেছে তোমাদের মধ্য থেকে একজন পুরুষের মাধ্যমে এ জন্য যে, তোমাদেরকে সতর্ক করবে?
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭:৬৯) সূরা আল আ’রাফ।
যাহার অঙ্গীকার বজায় না থাকে, তাহার দ্বীন পূর্ণ হয় নাই।
– আল–হাদীস (বায়হাকী)।
বিশ্বাসের প্রধান অংশ হচ্ছে ধৈর্য
– ক্রিস্টিনা রসেটি।