চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ, অনুমোদন বিহীন এবং ডাক্তারদের স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ ডিসেম্বর) নাজিরহাট ও বিবিরহাট বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ সময় প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, ডাক্তারদের স্যাম্পল ওষুধ ও প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এবং চট্টগ্রাম বিভাগীয় ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক এস এম
সোলতানুল আরেফিন।
অভিযানে নাজিরহাট বাজারের ফারুক মেডিকেল হলকে ১ লাখ টাকা, নাজিরহাট বাজারের জনকল্যাণ ফার্মেসিকে ২ লাখ টাকা, বিবিরহাট বাজারের জনসেবা ফার্মেসিকে ১ লাখ টাকা ও বিবিরহাট বাজারের করিম ড্রাগ হাউসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে এসিল্যান্ড মো: মেজবাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওষুধ প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।