‘জুলাই–আগস্ট গণআন্দোলনের ফলে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে’–চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস পালন অনুষ্ঠানে চবি আয়োজিত আলোচনা সভায় দেশবাসীকে এ আহবান জানান উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী চত্বরে দেশ–জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পার্র্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পার্ঘ্য অর্পণ শেষে চবি শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বর থেকে শোক র্যালি (মৌন মিছিল) শহীদ মিনার হয়ে প্রশাসন ভবনে এসে শেষ হয়। এরপর চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ‘গণতান্ত্রিক বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা : জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় গতকাল শনিবার সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাদরাসার অধ্যক্ষ ও সদস্য সচিব কাজী আব্দুল আলীম রেজভীর সভাপতিত্বে জামেয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয়ের শেষ মুহূর্তে দেশের সূর্য সন্তানদের হত্যা করে দেশকে পঙ্গু করে দিতে চেয়েছিল। তারা বাঙালিদের মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞে লিপ্ত হয়।
আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ ড. আ.ত.ম. লিয়াকত আলী, ফকিহ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীন আযহারী, সহকারী অধ্যাপক মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আল কাদেরী, ইংরেজি প্রভাষক মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি প্রভাষক মুহাম্মদ আহসান হাবীব। সভায় উপস্থিত ছিলেন মাওলানা ড. মুহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর, মাওলানা মীর মোহাম্মদ আলাউদ্দিন, হাফেয মাওলানা মুহাম্মদ আনিসুজ্জমান, মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ আযহারী, মুহাম্মদ
আবদুস সবুর, মুহাম্মদ মঈনুল ইসলাম, মুহাম্মদ আবদুর রাজ্জাক, মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, মুহাম্মদ মাঈনুল ইসলামসহ অফিস কর্মকর্তা–কর্মচারী প্রমুখ। মিলাদ–কিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন। সভাপতির বক্তব্য ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ও সদস্য সচিব কাজী আব্দুল আলীম রেজভী।
সরকারি সিটি কলেজ : সরকারি সিটি কলেজ চট্টগ্রামের শিক্ষক পরিষদের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান গতকাল কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ক্লাবের সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় এবং প্রফেসর নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোহা: জসিম উদ্দিন আহমেদ ও শিক্ষক পরিষদের সম্পাদক কাজী মাহতাব উদ্দীন।মূখ্য আলোচক হিসেবে অত্র কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রহিম শহিদ বুদ্ধিজীবী দিবসের পটভূমি, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরিশেষে প্রফেসর মুহাম্মদ আইয়ুব নূরীর পরিচালনায় শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উত্তরজেলা বিএনপি : উত্তরজেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। তিনি গতকাল শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আলোচনা সভায় সভাপতির বক্তব্য এ কথা বলেন। তিনি শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার দেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আদর্শহীন রাজনীতি কোন দেশের এবং জনগনের সুফল বয়ে আনতে পারেনা। বক্তব্য রাখেন এম এ হালিম, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, জসিম উদ্দিন সিকদার, অ্যাডভোকেট এম এ তাহের, ডা. খুরশিদ জামিল, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, আবু আহমেদ হাসনাত, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা ফজল বারেক, হাসান মোহাম্মদ জসিম উদ্দিন, মুরাদ চৌধুরী, বদরুল আলম, আমিনুল ইসলাম তৌহিদ, জাহিদুল আফসার জুয়েল, আকবর আলী, অ্যাডভোকেট খোরশেদ আলম, সরোয়ার হোসেন রুবেল, জিএম মোর্শেদ, ফরিদা আক্তার, মোহাম্মদ সিদ্দিক প্রমুখ।
প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। আলোচনা অনুষ্ঠান শেষে শহিদ মিনারে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের শিক্ষক প্রফেসর মিহির কুমার রায়, ব্যবসা–শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হক, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. জাহেদুল ইসলাম, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ ও লাইব্রেরিয়ান জনাব কাউসার আলম।
সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের হল রুমে এক আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি রাজীব জাফর চৌধুরী, ডাক্তার ফারহানা আফরোজ চৌধুরী, জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের গভর্নিং বডি সদস্য, কলেজের অধ্যক্ষ অজিত কান্তি দাশসহ কলেজের শিক্ষকরা। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নীরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হাটহাজারীর নাজিরহাট কলেজ : হাটহাজারীর নাজিরহাট কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কলেজ মিলনায়তনে এ উপলক্ষ্যে উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক এস.এম. কাউছারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী শাহীন। কলেজের অধ্যাপক মিসেস মোসফেকা চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যাপক আবুল ফয়েজ মো. মোস্তফা, অধ্যাপক শিরিন আকতার ও অধ্যাপক মো. নুরুল ইসলাম।
কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় : কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছাত্রী রাজশ্রী চৌধুরীর সঞ্চালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ কুমার ঘোষ, ছাত্রী তাসনিয়া তাবাসসুম, জান্নাতুন ফেরদৌস, অদিতি বিশ্বাস, পুনম চক্রবর্তী প্রমুখ।
বোয়ালখালী নুরুল হক ডিগ্রি কলেজ : বোয়ালখালী হাজী মো: নুরুল হক ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ এন.এম, ফখরুদ্দীনের সভাপতিত্বে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্র নাঈম মোস্তফা, গীতা পাঠ করেন চৈতি নাগ, ত্রিপিটক পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাজশ্রী বড়ুয়া। সহকারী অধ্যাপক ছাবেরা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পালি বিভাগের সহকারী অধ্যাপক কুমকুম বড়ুয়া। ছাত্র–ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন বিজয় চৌধুরী, উম্মে সালমা ও উম্মে সালমা অরিন। শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ কাইচারুল হক, আইসিটি বিষয়ের প্রভাষক গিয়াস উদ্দিন চৌধুরী ও প্রভাষক নুহু মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সমীরণ কান্তি দে, সেলিনা আখতার, গোপা রানী দে, পিংকু দাশ, আব্দুল গণি, তহসীন আলী, প্রভাষক লতিফুল কবির, তাসমিন পারভীন, প্রদর্শক মোজাম্মেল হক চৌধুরী, আব্দুস শুক্কুর রানা প্রমুখ।