যথাযোগ্য মর্যাদায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এসময় শহিদদের স্মরণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরল আনোয়ার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গনেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহম্মেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ফসিউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সেলিম হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি এ এস এম ইফতেখারুল আজম, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি ফারজানা আমিন, প্রক্টর রাশেদ খান মিলন এবং অফিস সহায়ক সায়েদ মোহাম্মদ ফরহাদ।