শ্রীশ্রী হরিভক্তি প্রচারিনী সভা–বাংলাদেশের সভাপতি সুধীর রঞ্জন চৌধুরী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে গত ৫ ডিসেম্বর পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি–নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওই দিন নগরীর রহমতগঞ্জস্থ নিজ বাসভবনে ও রাউজানের আঁধারমানিক রাধা মদনমোহন মন্দিরে শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক শ্মশানে সুধীর রঞ্জন চৌধুরীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রীশ্রী হরিভক্তি প্রচারিনী সভা–চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।