চট্টগ্রাম শহরে কর্মরত–বসবাসরত সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের অধীবাসীদের সংগঠন বাজালিয়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা–২০২৪ গতকাল স্থানীয় শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বাজালিয়ার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ম থেকে ৯ম শ্রেণীর ৩৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সমিতির সদস্য, উপদেষ্টা, প্রশাসনের কর্মকর্তা ও এলাকার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতি শ্রেণী থেকে তিন জন ট্যালেন্টপুলে ও তিন জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১১ই জানুয়ারি ২০২৫ চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠেয় সমিতির মিলনমেলায় সম্মাননা প্রদান করা হবে। তাছাড়া প্রতিবারের ন্যায় এবারও সমিতির সদস্যদের সন্তান সন্ততিদের মধ্যে ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জনরীদেরও মিলনমেলায় সম্মাননা প্রদান করা হবে। পরীক্ষা শেষে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।