ওষখাইন আলী নগর দরবারে ফাতেহা ও মতবিনিময় সভা

| রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ঐতিহ্যবাহী দরবার ওষখাইন আলী নগর দরবারের বড়মিঞার রশিদ মঞ্জিলের উদ্যোগে আঞ্জুমানে পাক পন্‌জতন শাহ আলী রজা (রাঃ) ট্রাস্টের ব্যবস্থাপনায় সভা ও ফাতেহা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

শাহজাদা হযরত শাহ আবদুর রহমান মিয়ার (রা🙂 বার্ষিক ফাতেহা ও হযরত শাহ সুফি আলী রজা কানু শাহ’র (রা🙂 বিষু ও ওরশ শরিফের আনোয়ারাপটিয়া থানার মতবিনিময় সভা এবং মাসিক খতমে গাউছিয়া শরিফ পীরে ত্বরিকত হযরত শাহ সুফি ইলিয়াছ রজার সভাপতিত্বে খানকায়ে পাক পন্‌জতন শাহ আলি রজা রাঃ অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন শাহজাদা মাওলানা মোহাম্মদ নেছার মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা মোহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া।

আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার পক্ষ থেকে মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ আরফ, আলি মোহাম্মদ, আবছার, এস এম মুরাদ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আইয়ুপ, মোহাম্মদ লোকমান সওদাগর, মোহাম্মদ ফৈরদৌস আলম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মানিক, মোহাম্মদ আমজাদ, মোহাম্মদ সাদেক, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ রুমেলসহ আরও অনেকে।

বক্তারা বলেন আগামী বিষু ও ওরশ শরিফ সুন্দর রুপে পরিচালনা করার জন্য যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয় তা পালন করার জন্য সবাই সচেষ্ট থাকবেন। পরিশেষে মোনাজাত ও তাবরুকাতের মাধ্যমে সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নযাত্রী মহানগর শাখার অভিষেক
পরবর্তী নিবন্ধবাজালিয়া সমিতি চট্টগ্রামের মেধাবৃত্তি পরীক্ষা