কনকনে শীতে ভাসমান মানুষের আর্তনাদ

মো. ইখতিয়ার হোসেন রনি | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

এই শীতে আমি আর আপনি হয়তো চারদেয়ালের বড় দালানকোঠায় শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে শরীরে উষ্ণতার ছোঁয়া নিয়ে আরামে পরিবারের সাথে ঘুমিয়ে আছি। কিন্তু একটি বার চিন্তা করেছি কি, কিংবা কখনো মনের অজান্তে হলেও ভেবে দেখেছি কি এই তীব্র শীতের রাতে রাস্তার ধারে, রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে, ফুট ওভার ব্রীজের নিচে রাত্রি যাপন করা ভাসমান মানুষগুলো কীভাবে শুয়ে আছে? তাদের কষ্টগুলো কখনো অনুভব করার চেষ্টা করেছি কি? উত্তরটি হবে হয়তো ‘না’। এই ব্যস্ত নগরীর প্রতিটি মানুষ নিজের পরিবারকে ভালো রাখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এই শীতের মৌসুমে।

শীতে আপনার যেমন বাহিরে থাকতে খুব কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট করে থাকতে হয় ভাসমান মানুষগুলোকে। এই মানুষগুলোর যে যাওয়ার মতো কোনো ভালো জায়গা নেই। তারা চাইলেও আপনার আমার মতো চার দেয়ালের ভিতর কম্বলমুড়ি দিয়ে রাত্রি যাপন করতে পারে না। তারা চাইলেও উষ্ণতার ছোঁয়া নিতে পারে না। আপনি আমি রাস্তায় চলাফেরা করার সময় রঙিন গাড়ির কাচের ভিতরে থেকে এবং চার দেয়ালের ভিতরে থেকে কখনোই তাদের কষ্ট অনুভব করতে পারবো না। আপনাকে আমাকে তাদের পাশে গিয়ে বসতে হবে তাদের কথা শুনতে হবে। একটা বার তাদের পাশে গিয়ে শুনে দেখুন না তাদের শীতের গল্প। নিদ্রাহীন রাত কাটানোর গল্প। আসুন একটু চেষ্টা করি তাদের উষ্ণতার ছোঁয়া দিতে।

পূর্ববর্তী নিবন্ধবিনোদন কেন্দ্র ও কনসার্ট যেন হয় স্বস্তিদায়ক
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে