সাবেক যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

আত্মগোপন থেকে বের হয়ে জনতার রোষানলে পড়া সাবেক এক যুবলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকার সাউথল্যান্ড সেন্টারের সামনে দেলোয়ার হোসেন খোকা নামের ওই নেতাকে স্থানীয় জনতা অবরুদ্ধ করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার দেলোয়ার হোসেন খোকা নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি দেলোয়ার হোসেন খোকা। আগ্রাবাদ এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধটেকনাফে শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার