চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় স্থানীয় দুই পক্ষের মধ্যে টাকা লেনদেন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে পাহাড়তলী থানার আব্দুল লতিফ সড়কের মাইট্যাইল্যা গলি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ ৯৯৯–এ খবর পেয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি চায়নিজ কুড়াল, একটি ছুরিসহ দুজনকে আটক করে। তারা হলেন, নগরের হালিশহর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (২৪) ও কুমিল্লার নাঙ্গলকোটের মো. সুজন (২৪)। এলাকায় আধিপত্য বিস্তার করতে বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে শোডাউন দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।
সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বের টাকা লেনদেনকে কেন্দ্র করে হালিশহরের মোহাম্মদ আলী গ্রুপের সঙ্গে পাহাড়তলীর জাবেদ গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ৬০ থেকে ৭০ জন উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নগর পুলিশের পশ্চিম বিভাগের উপ–পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মো. মঈনুর রহমান, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদসহ পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে যায়। তাদের অভিযানে বিদেশি পিস্তল, চায়নিজ কুড়ালসহ দুজন আটক হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ আজাদীকে বলেন, পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।