কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈকত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই ওয়ার্ডের মেহেরনামা এলাকার বাসিন্দা আকতার আহমদ ও দিলদার বেগমের ছেলে নাজিম উদ্দিন প্রকাশ গুড়ামিয়া (২৪)।
জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে স্থানীয় কবির আহমদের ছেলে আমজাদ তার বাড়ির বাইরে চোরের আনাগোনার শব্দ শুনে তার ব্যাটারিচালিত অটোরিক্সার ব্যাটারি নিয়ে যেতে দেখতে পায়। এ সময় আমজাদ ও ছেলে রামিম দৌঁড়ে গিয়ে তাকে আটক করে মারধর করে। পরে নিহতের মা দিলদারা বেগমকে সংবাদ দিলে মা দিলদারা বেগমের কাছে তিনশত টাকার নন–জুডিসিয়াল (অলিখিত) স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করে নাজিম উদ্দিন প্রকাশ গুড়ামিয়াকে তার মায়ের জিম্মায় দিয়ে দেওয়া হয়।
এদিকে নাজিম উদ্দিন প্রকাশ গুড়ামিয়ার অবস্থা সংকটাপন্ন হলে তার মা ছেলেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার গুড়ামিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয় নিশ্চিত করে নিহতের পিতা আকতার আহমদ বলেন, আমার ছেলে কক্সবাজার শহরে টমটম চালায়। আমার ছেলের সারা শরীরে মারধরের দাগ রয়েছে, তারা আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গুড়ামিয়া নামে একজন মারধরের শিকার হয়ে মারা গেছেন শুনেছি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।