বাঁশখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ২টায় বাঁশখালী ডিগ্রি কলেজ হল রুমে এ দিবস পালিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক শহীদ উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।

বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাহেদ হাসান তারেকের সঞ্চালনায় সভায় এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ মহিন উদ্দিন, মোহাম্মদ মারুফ প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক শহীদ উদ্দিন বক্তব্যকালে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে বিজয়ের দুইদিন আগে ১৪ই ডিসেম্বর আমাদের দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, চিত্রকার, উকিল, রাজনৈতিক নেতাসহ অসংখ্য মানুষকে হত্যা করে। এই বাঙ্গালি জাতি বীরের জাতি তাদের দমিয়ে রাখা যায় না। তারা লড়াই করে বিজয় চিনিয়ে এনেছে।

প্রধান বক্তার বক্তব্যে কামরুদ্দিন সবুজ বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে এদেশকে মেধা শূন্য করতে চেয়েছিল। বাঙালি জাতি জুলুম মেনে নেয়নি তারা প্রতিবাদ করেছ। যুদ্ধ করেছে জীবন দিয়েছে বিজয় ছিনিয়ে এনেছে।

সভায় সভাপতি ফরহাদুল ইসলাম বলেন, ৭১ এ মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতি যখন বিজয়ের দারপ্রান্তে তখনই এদেশে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের উপর হত্যা চালাই পাক হানাদার বাহিনী। দেশের বিভিন্ন স্থান চালানো হয় গনহত্যা। আজকের দিনে তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি। তাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন দেশ। সভায় বাঁশখালী উপজেলা, পৌরসভা, ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় শহীদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা