‘ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চে’ ইসকন নিষিদ্ধের দাবি

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘইসকন নিষিদ্ধ এবং সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে ‘ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ’ করেছে আইনজীবীদের একটি সংগঠন। গতকাল শুক্রবার সকালে ঢাকার হাই কোর্ট থেকে ‘ভয়েস অব ল’ইয়ারস অব বাংলাদেশ’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এরপর কুমিল্লা, চৌদ্দগ্রাম, ফেনী ও মীরসরাইয়ে পথসভা করেন তারা। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। খবর বিডিনিউজের।

ভয়েস অব ল’ইয়ারস অব বাংলাদেশএর মুখ্য সমন্বয়ক আশরাফউজজামান বলেন, আমাদের আজ রোড মার্চ করতে বাধ্য করা হয়েছে। যারা গুজরাটের কসাই মোদীর অনুসারী, তারা বাংলাদেশকে স্বাধীনসার্বভৌম থাকতে দিতে চায় না। ভারতীয় গোয়েন্দাবাহিনীর এজেন্ট ইসকন বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছে। ফ্যাসিস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুবিধা নিয়ে তারা সুযোগ খুঁজে বেড়াচ্ছে। তারা উসকানিমূলক কর্মসূচি পালন করছে।

তিনি বলেন, তারা শাহবাগ থেকে রংপুর পর্যন্ত কর্মসূচি করেছে। কলকাতার কিছু মিডিয়া ব্যবহার করে মিথ্যাচার করছে যে, হিন্দু সমাজের বিরুদ্ধে আমরা কাজ করছি। অথচ আপনারা জানেন, এদেশে সকল শ্রেণির মানুষ বিশেষ করে, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত পূজামণ্ডপ পাহারা দিয়ে যে শান্তিশৃঙ্খলা বজায় রেখেছে, যার কোনো নজির নেই। আমাদের অনেক হিন্দুবৌদ্ধ সংগঠন রয়েছে, এরা সাম্প্রদায়িক বক্তব্য দেয় না। অথচ ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে। ইসকন আমাদের জাতীয় পতাকা অবমাননা করছে। তাদের আমরা বরদাস্ত করতে পারি না। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসকন। তাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব।

আশরাফউজজামান বলেন, আমাদের পরিবারের সদস্য আলিফকে হত্যা করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে একজন তরুণ আইনজীবীকে যেভাবে খুন করেছে, তার পরও কি আমরা বলব না এরা সন্ত্রাসী? আজ আমরা দাবি করছি, ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক জাহিদুল করিম কচি, আইনজীবী তৈমুর আলম খন্দকার, শামসুল আলম ও মো. তাজ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধচুয়েটে পুরকৌশল বিভাগের ৭ম আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন