লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে সর্বমোট এক হাজার ৪৮ বাংলাদেশিকে লেবানন থেকে ফেরত আনা হলো। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই ৮৫ জনকে দেশে ফিরিয়ে আনা হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৮৫ জনকে ইথিওপিয়ার একটি ফ্লাইটে সম্পূর্ণ সরকারি খরচে শুক্রবার দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এ পর্যন্ত ১৬টি ফ্লাইটে সর্বমোট এক হাজার ৪৮ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসন করা বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ায় ইউক্রেনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা পাগলামি
পরবর্তী নিবন্ধআল্লামা আমিনুল হক ফরহাদাবাদীর (ক) ৮০ তম বার্ষিক ওরশ