রাশিয়ায় ইউক্রেনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা পাগলামি

টাইম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখন্ডের গভীরে হামলা করায় ইউক্রেইনের কড়া সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, যা ঘটছে, তা পাগলামি। টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন ট্রাম্প। এরপর গত বৃহস্পতিবার ম্যাগাজিনটিতে ট্রাম্পের একটি সাক্ষাৎকার ছাপা হয়।

তাতে ট্রাম্প বলেন, এটা পাগলামি। রাশিয়ার কয়েকশ মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে আমার ঘোর আপত্তি আছে। আমরা কেন এটা করছি? আমরা কেবল এ যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি আর তা আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছি। এটা করতে দেওয়া উচিত না। খবর বিডিনিউজের।

ট্রাম্পের এই মন্তব্য থেকে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে, তার প্রেসিডেন্সির আমলে ইউক্রেইন নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে দীর্ঘ পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার জন্য ইউক্রেইনকে অনুমতি দেন। এটি ছিল কিইভকে সহায়তায় বাইডেনের সর্বশেষ চেষ্টা। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের প্রেক্ষিতে এবং উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে ১৫ হাজার সেনা মোতায়েনের পর বাইডেন ওই সিদ্ধান্ত নেন। প্রায় তিন বছর ধরে ইউক্রেইন যুদ্ধ চলছে। ট্রাম্প বলেছেন, তিনি দ্রুত এ যুদ্ধের অবসান চান। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে চাননি তিনি। টাইম ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, সাহায্য করার জন্য তার দারুণ একটি পরিকল্পনা আছে। কিন্তু তিনি যদি এখনই সেটি বলে দেন, তবে তাহলে সে পরিকল্পনা প্রায় অর্থহীন হয়ে যাবে। ইউক্রেইনকে পরিত্যাগ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি একটি চুক্তিতে পৌঁছাতে চাই। আর আপনি একটি চুক্তিতে পৌঁছতে চাইলে তার জন্য একমাত্র পথ পরিত্যাগ করা নয়। ইউক্রেইন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের প্রবেশকে ট্রাম্প খুবই জটিল বিষয় বলে মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধউষ্ণ বছরের তালিকায় শীর্ষ তিনেই থাকবে ২০২৫ : সতর্কতা
পরবর্তী নিবন্ধলেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি