মহান মুক্তিযুদ্ধের কথামালা, কবিতা, গান, গল্প ও চিঠি নিয়ে বিজয়ের পঙ্ক্তিমালার ‘রক্তাক্ত জাতির পতাকা’ শীর্ষক আবৃত্তির সন্ধ্যার মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান করলো ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন।
গতকাল শুক্রবার বিকালে আজাদী মিলনায়তনে ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকারের সভাপতিতে এবং ক্বণন সদস্য শুভ্রা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয়ের এই আয়োজনে প্রথমেই সংক্ষিপ্ত আলোচনা পর্বে কথামালায় অংশগ্রহণ করেন জেলা পরিষদ, চট্টগ্রামের নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, ক্বণন’র কার্যপরিষদ সদস্য আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী ও শরীফ মাহমুদ। এর পর একে একে দেশমাতৃকার বিজয়ের কাব্যগাথার আবৃত্তি পরিবেশন করে সৌভিক চৌধুরী, শরীফ মাহমুদ, ইব্রাহীম মাহমুদ, শুভ্রা চক্রবর্তী, মুনয়িম আসরা, রিদওয়ান, হামিদ, মেহজাবিন, সমৃদ্ধ ধর, নওশিন, রেঁনেসা, জারিফ, আফরিন, ফাবিহা, অর্দ্রি ও রুজাইনা। মুক্তিযোদ্ধার লেখা একাত্তরের চিঠি পাঠ করেন সুস্মিতা চেীধুরী। আমন্ত্রিত শিল্পী হিসাবে আবৃত্তি পরিবেশন করে উত্তম কুমার দাশ ও প্রতীমা দাশ। দেশাত্মবোধক গান পরিবেশন করে মুহাম্মদ মোরশেদুল হক, শ্রদ্ধা ধর দিঘী ও আজমাত। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম, আবুল হোসেন, আবু জাফর ওবায়দুল্লাহ, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, হাসান হাফিজ, আবদুল গাফ্ফার চৌধুরী, আবদুল্লাহ আবু সায়িদ, দীপঙ্কর চক্রবর্তী, জাকির আবু জাফর, আনন্দমোহন মুখোপাধ্যায়, হায়াৎ সাঈফ প্রমুখ কবির কবিতা অবলম্বনে নির্মিত আবৃত্তি পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।