রাঙামাটিতে সংবিধান সংস্কার সংক্রান্ত জনমত জরিপ সভা

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটিতে সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ কার্যক্রম অবহিতকরণ সভা গত বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) রুহুল আমীন, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) রানুল হক ভুইয়া, পরিসংখ্যান ব্যুরো রাঙামাটির উপপরিচালক মো. নুরউজজামান প্রমুখ। এসময় বক্তারা বলেন, গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকার বেশ কিছু খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। যার মধ্যে সংবিধান সংস্কার অন্যতম। সংবিধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা সমতায় আনা, নির্বাচন ব্যবস্থা কী হবে তা নির্ধারণ করা, কালো আইন বাতিল করা, ন্যায্যতার ভিত্তিতে একটি রাষ্ট্র গঠনে জনগণের মতামতকে গুরুত্ব দেয়া। একই সঙ্গে সংবিধানে কোনো আইন পরিবর্তন করতে চাইলে এর আগে জনমত জরিপ করা। এই বিষয়গুলো সংবিধানে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে সভায়।

পূর্ববর্তী নিবন্ধবায়তুছ ছফা জামে মসজিদে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধস্বাধীনতা বিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে