আজ জেলা পরিষদে মানবাধিকার সম্মেলন

আসছেন বিচারপতি ও এটর্নি জেনারেল

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ

আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনবিএইচআরএফের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মানবাধিকার নেত্রী বিএইচআরএফ চেয়ারপার্সন এডভোকেট এলিনা খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের এটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম প্রমুখ। বিএইচআরএফ উপদেষ্টা পিএইচপি চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে অতিথি আলোচক হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিচারক, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সিভিল সার্জন, চিকিৎসক, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, এনজিওকর্মী, বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিএইচআরএফ শাখা প্রতিনিধিবৃন্দ। আরো উপস্থিত থাকবেন বিএইচআরএফ এডভাইজার ও বোর্ড অব ট্রাস্টিবৃন্দ। অনুষ্ঠানে দেশের অন্যতম বৃহৎ মানবাধিকার সংগঠনের নানামুখী মানবাধিকার কর্মকান্ডের উপর স্যুভিনিয়র প্রকাশনা সহ স্লাইড শো ইত্যাদি প্রদর্শিত হবে। সম্মেলনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথি ও শাখা প্রতিনিধিদের অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল
পরবর্তী নিবন্ধরাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না : ফখরুল