সবজির সরবরাহ বাড়ায় দামও কমছে

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

নগরীর কাঁচাবাজারগুলোতে সরবরাহ বাড়ার কারণে কমছে শীতকালীন সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দাম কমেছে ১০১৫ টাকা পর্যন্ত। সবজির বিক্রেতারা বলছেন, দেশের উত্তরাঞ্চলে শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে। তাই সবজির সরবরাহও বেড়েছে। দামও কমেছে। তবে আলুর দাম এখনো কমেনি।

গতকাল নগরীর কয়েকটি কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, শীতকালীন সবজির মধ্যে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০৫০ টাকা। এছাড়া বাধাকপি বিক্রি হচ্ছে ৩০৪০টাকা, শিম প্রতিকেজি ৬০৮০ টাকা এবং মুলা বিক্রি হচ্ছে কেজি ৩০ টাকায়। অন্যদিকে টমেটো ১১০১২০ টাকা, বেগুন ৫০৬০ টাকা, লাউ ৩০৩৫ টাকা এবং মিষ্টি কুমড়া ৪৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পুরাতন আলু বিক্রি হচ্ছে ৬৫ টাকা এবং নতুন আলু বিক্রি হচ্ছে ৮৫৯০ টাকায়। অপরদিকে কাজীর দেউড়ি বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯৫০ টাকায়। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগী বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পুড়ল ৩৪গাড়ি ও এক মুদি দোকান
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু