কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০টি ব্যাটারিচালিত অটোরিকশা, ১টি মোটরবাইক ও ৩টি মাহিন্দ্রা গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গ্যারেজের পাশে থাকা একটি মুদি দোকানও পুড়ে যায়। গতকাল শুক্রবার ভোর ৪টায় উপজেলার চরপাথরঘাটাস্থ নুরনবী চেয়ারম্যানের বাড়ি এলাকার নুরুল আমিনের গ্যারেজে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
চরপাথরঘাটা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক জানান, গতকাল ভোর ৪টার দিকে গ্যারেজে আগুন লাগে। ওই চার্জিং স্টেশনে ব্যাটারিতে এসিডের পানি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ১৫/২০ মিনিটের মধ্যে পুরো গ্যারেজসহ সবকিছু পুড়ে যাই। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. ইমরান হোসেন জানান, আগুনে চার্জিং স্টেশন ও যানবাহনগুলো সম্পূর্ণ পুড়ে যাবার পর আমাদের কাছে খবর আসে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি সবকিছু পুড়ে গেছে। তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, ফায়ার সার্ভিসের ফোন নাম্বার ছিল না। যার ফলে মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন করতে দেরি হয়ে যায়। এরপরও আমরা প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন পার্শ্ববর্তী দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করি। আগুন লাগার সঠিক কারণ খুঁজতে তদন্ত করা হচ্ছে।