নগরে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের অনুভূতি। গতকাল নগরে সর্বনিম্ন তাপমাত্রা কমে পৌঁছেছে ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস–এ। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও তাপমাত্রা হ্রাস পেতে পারে।
এদিকে গতকাল দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়ায়। একইদিন ১০ ডিগ্রির নিচে তাপাত্রা ছিল রাজশাহী ও পঞ্চগড়ে। তাপমাত্রা ৮ দশকি ১ থেকে ১০ ডিগ্রি হলে বলা হয় মৃদু শৈত্য প্রবাহ। অর্থাৎ এ তিনজেলায় গতকাল মৃদু শৈত্য প্রবাহ হয়েছে। আবহাওয়া অফিস জানায়, আরও বিস্তৃত হয়ে এটা দুই–তিন দিন চলতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, শৈত্যপ্রবাহ আরও বিস্তার হবে। কাল (আজ), পরশু (আগামীকাল) তাপমাত্রা কমবে। এরপর তিন থেকে চার দিন বাড়ার পর আবার কমবে। কুয়াশার কারণে শীত বেশি লাগবে।
এদিকে ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।