আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার ব্যবস্থাপনায় শায়খুল মাশায়েখ শামসুল আরেফীন আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ,)’র প্রতিষ্ঠিত গাউসুল আযম শায়খ সৈয়দ মুহিউদ্দীন আবদুল কাদের জিলানী (রহ.) এর স্মরণে ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স গত বুধবার নগরের মুরাদপুরে এলজিইডি ভবনস্থ কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার সভাপতি ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। কনফারেন্সে বক্তারা বলেছেন, বৃহত্তর সুন্নি ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো পদক্ষেপ নেয়া যাবে না। সুন্নিদের মধ্যে দ্বন্দ্ব কলহ বিভেদ বিদ্বেষে অনেক শক্তি ক্ষয় হয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে সুন্নি তরিকতপন্থী সুফিবাদি জনতা আজ গভীর দুঃসময় পার করছে। সুন্নি উলামা ছাত্র জনতার বৃহত্তর ঐক্য গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা ও প্রত্যাশিত অবদান রাখতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী দেশের প্রতিটি পাড়া মহল্লায় সুন্নিয়তের দুর্গ গড়ে তোলার আহ্বান জানান। কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআতের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মুঈনুদ্দিন আশরাফী। স্বাগত বক্তব্য দেন, কনফারেন্স প্রস্তুতি কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুল অদুদ আলকাদেরী। মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় কনফারেন্সে আলোচনায় অংশ নেন, অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর, আল্লামা মুহাম্মদ আবুল কাসেম নুরী, মুফতী ওসমান গণি সালেহী, আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী, আল্লামা ছালেকুর রহমান আলকাদেরী, আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নেজামী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।