বাস্থই’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

| শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট (বাস্থই) চট্টগ্রাম চ্যাপ্টারের দ্বিবার্ষিক সাধারণ সভা, ২৬তম নির্বাহী পরিষদ ও ১২তম চট্টগ্রাম চ্যাপ্টার কমিটির নির্বাচন গত ৬ ডিসেম্বর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের ১২তম কমিটির নির্বাচনে স্থপতি ফজলে ইমরান চৌধুরী (চেয়ারম্যান), স্থপতি আদর ইউসুফ (ডেপুটি চেয়ারম্যান), স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী (সম্পাদক), স্থপতি আব্দুল্লাহ রুম্মান (কোষাধ্যক্ষ), স্থপতি অনিকেত চৌধুরী (সদস্যপেশা), স্থপতি হোসেন মুরাদ (সদস্যসদস্যপদ), স্থপতি মুহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী (সদস্যপ্রকাশনা) এবং স্থপতি শায়লা আহমেদ (সদস্যঐতিহ্য ও সংস্কৃতি) পদে নির্বাচিত হয়েছেন।

এর আগে স্থপতি মো. মঈনুল হাসান (সদস্যসেমিনার ও শিক্ষা) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। দ্বিবার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য দেন, চট্টগ্রাম চ্যাপ্টারের ১১তম কমিটির চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান। দ্বিবার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সম্পাদক স্থপতি ফজলে ইমরান চৌধুরী এবং দ্বিবার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ স্থপতি বিজয় শংকর তালুকদার। আলোচনায় অংশ নেন, স্থপতি আহমেদ জিন্নুর চৌধুরী, স্থপতি বিধান চন্দ্র বড়ুয়া, স্থপতি মো. শহীদুল হক, স্থপতি সেলিমুর রহমান প্রমুখ। শেষে সর্বসম্মতিক্রমে প্রতিবেদন দুটি অনুমোদন লাভ করে। এরপর বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন পরিচালনা করেন সহকারী প্রধান নির্বাচন কমিশনার স্থপতি আহমেদ জিন্নুর চৌধুরী এবং নির্বাচন কমিশনার স্থপতি মো. শহীদুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় যুব শিক্ষা শিবির সম্পন্ন
পরবর্তী নিবন্ধবিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে ‘আর্ট এন্ড ক্রাফট’ প্রতিযোগিতা সম্পন্ন