আগামী ১৬ ডিসেম্বর (সোমবার) কর্ণফুলীস্থ বড় উঠান আস্তানা শরীফ মৌলভী বাড়িতে আল্লামা মাওলানা আবুল মোকারম মোহাম্মদ নুরুল ইসলাম আল্ কাদেরী আল্ চিস্তী (রহ🙂 প্রকাশ নূরী বাবার ৪৮তম বার্ষিক ওরশ শরীফ মহা সমারোহে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে। নূরী মনোয়ারা ইসলামী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ব্যাংকার শাহজাদা মোহাম্মদ মেহেরাব হোসেন খান নুরীর সার্বিক পরিচালনায়, শাহাজাদা মোহাম্মদ ছারকীছ হোসেন খান নুরীর সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদা মোহাম্মদ মোজাদ্দাদ হোসেন খান নুরী। এতে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে –বাদে ফজর হতে সহীহ কোরআন খতম, বাদে জোহর মাজার শরীফ জিয়ারত, বাদে আছর রওজা শরীফে গিলাফ অর্পণ, বাদে মাগরিব বাবাজান কেবলার জীবনী আলোচনা, বাদে এশা মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ, রাত ১১টা হতে সারারাত ব্যাপী ছেমা মাহফিল (আধ্যাত্মিক সংগীত) ও হালকায়ে জিকির। শাহাজাদা মোহাম্মদ ইমরাজ হোসেন খান নুরীর আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশ সম্পন্ন হবে। ওরশে অংশগ্রহণের জন্য সকল আশেক ও ভক্তবৃন্দকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ এস এম আহমদ উল্লাহ চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।