স্কুলে বার্ষিক ক্রীড়া আবশ্যক, করতে হবে জানুয়ারির মধ্যেই

| শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

দেশের সব সরকারিবেসরকারি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আবশ্যক জানিয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ ব্যাপারে লিখিত নির্দেশনা পাঠিয়েছে অধিদপ্তরের শারীরিক শিক্ষা উইং। খবর বিডিনিউজের।

এ উইংয়ের সহকারী পরিচালক এ এইচ এম ফজলে রাব্বী গতকাল সন্ধ্যায় বলেন, বিগত সময়ে কিছু কিছু স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে নিরুৎসাহ দেখিয়েছে। তাই এবার বিষয়টি তদারকির উদ্যোগ নিয়েছে শারীরিক শিক্ষা উইং। এজন্য লিখিত আদেশ জারি করে ৩১ জানুয়ারির মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পড়ালেখার পাশাপাশি শরীরচর্চা একটি অন্যতম অনুষঙ্গ। সেজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা আবশ্যক।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ১৬ ডিসেম্বর বড়উঠানে নুরুল ইসলাম আল্‌ কাদেরী বার্ষিক ওরশ