খড়িমাটির উদ্যোগে আজ বিকাল ৪টায় ক্লাব কলেজিয়েট, প্রেস ক্লাব ভবন, ৬ষ্ঠ তলায় কবি ও কথাসাহিত্যিক মোহীত উল আলমের ‘পড়ন্ত বেলায় কবিতা শতক’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পাঠ উন্মোচনপূর্বক আলোচনা, সঙ্গীত ও কবিতা পাঠ হবে। এতে আলোচক থাকবেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিজন। প্রেস বিজ্ঞপ্তি।