নগর কথা : প্রেক্ষিত চট্টগ্রাম (স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গঠনে নাগরিক সংলাপ) বিষয়ক সভা মোটেল সৈকতের অডিটরিয়ামে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, কর্ণফুলী কর্মজীবী সমবায় সমিতি উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, সবুজের যাত্রা, ডব্লিউ এসইউপি এবং সেন্টার ফর ডিজএ্যাবলস কনসার্নের (সিডিসি) যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ণফুলী এরিয়া ম্যানেজার জনি রোজারিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। সভায় কী নোট উপস্থাপন করেন ড. প্রফেসর অলোক পাল, অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যৌথ আয়োজক সংস্থার মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জুবায়ের ফারুক লিটন, সেন্টার ফর ডিজএ্যাবলস কনসার্ন (সিডিসি) এর নির্বাহী পরিচালক লুৎফরন্নেছা রুপসা, ওসাপ সংস্থা চট্টগ্রামের পক্ষে খোরশেদ আলম। সভায় বক্তারা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে নিজ আঙিনা পরিছন্ন রাখা। প্রেস বিজ্ঞপ্তি।