লোহাগাড়ায় ট্রাক-কারের মুখোমুখি সংঘর্ষ

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ৯:৩৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী ট্রাকের সাথে বিপরীতমুখী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষে ফলে খুলে গেছে ট্রাকের একটি চাকা। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় গাড়ি ২টি নিয়ে গেছে মালিকপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধনগরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য আটক
পরবর্তী নিবন্ধদুর্নীতির ক্ষমতায়ন রুখতে চট্টগ্রামে কর্মশালা