চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে তিন বছরের বেশি সময় ধরে কর্মকাল অতিক্রম হয়েছে এমন ১০৩ জন কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। এরমধ্যে ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা। জেলা প্রশাসনের ইতিহাসে প্রথমবারের মতো ব্যতিক্রমী ও স্বচ্ছ বদলির এ পদক্ষেপ নিয়েছেন চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানম। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে বর্তমান কর্মস্থলে তিন বছর কর্মকাল অতিক্রম করেছেন এমন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাকে এ বদলি করা হয়। এ বদলি পদায়ন অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম ছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক বলেন, আমরা চেষ্টা করেছি পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে। সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে এই বদলি পদায়ন করা হলো। আশা করছি পদায়িত কর্মকর্তারা মানুষকে আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করবেন। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান দৈনিক আজাদীকে বলেন, চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে তিন বছরের বেশি সময় ধরে কর্মকাল অতিক্রম হয়েছে এমন ১০৩ জন কর্মকর্তাকে লটারির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হয়েছে। এটি চট্টগ্রাম জেলা প্রশাসনে একটি অনন্য নজির হয়ে থাকবে। জেলা প্রশাসনের ইতিহাসে এর আগে এমনটি ঘটেনি। আমাদের জেলা প্রশাসক ফরিদা খানম ইতিবাচক এ দৃষ্টান্ত স্থাপন করেছেন।