র্যাগিংয়ের দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১১ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা সকলে ২০২২–২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে জুনিয়রদের হেনস্তা করার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টায় ২৩ ব্যাচের (১ম বর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে নিয়ে গিয়ে হেনস্তা করেছে অভিযুক্তরা। এই অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির ২২ নম্বর ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীরা চাইলে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর ১৫ দিনের মধ্যে উক্ত শাস্তির বিষয়ে আপিল করতে পারবে।