আন্তর্জাতিক স্বর্ণপদক পেলেন চবির ৯ শিক্ষার্থী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী দ্যা ডিউক অফ এডিনবরা ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন। গত সোমবার সন্ধ্যায় ব্রিটিশ হাই কমিশনে দ্যা ডিউক অফ এডিনবরা ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৯ম আসরে এ এ্যায়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বর্ণপদকপ্রাপ্ত ১৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী এই স্বর্ণপদকের গৌরব অর্জন করেছেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে হাইকমিশনার উপস্থিত ছিলেন এবং নিজ হাতে শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট প্রদান করেন তিনি। অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেটপ্রাপ্ত চবি শিক্ষার্থীরা হলেন কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ, ইতমিনান মনির বাসিলিস, সাজেদা আক্তার সাথী, নাদিম মাহমুদ সতেজ, ইকরাম ওয়াহিদ তোহা, নাজমুল হাসান ইসহাক, খুর্শিদা জাহান সুমা, মো. আব্দুল আলিম এবং মো. মাহমুদুল হাসান। ব্রিটিশ হাইকমিশনার সবাইকে অভিনন্দন জানান এবং বলেন, দ্যা ডিউক অফ এডিনবরা অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণতরুণীরা সীমা ছাড়িয়ে এবং নিজেদের পরিশ্রমের মাধ্যমে নিজেদের নতুন দক্ষতা অর্জন এবং সমাজের মাঝে নিজেদের নিয়োজিত করতে পেরেছে। এই অর্জনের মাধ্যমে বর্তমানে তারা বিশ্বের উন্নয়নে ভালো ভূমিকা রাখতে পারবে। প্রসঙ্গত, যুক্তরাজ্যভিত্তিক ডিউক অব এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ব্রিটিশ রাজ পরিবারের দ্বারা পরিচালিত। এর যাত্রা শুরু ১৯৫৬ সালে প্রিন্স ফিলিপের হাত ধরে। বর্তমানে ১৪৪টির বেশি দেশে এই অ্যাওয়ার্ডের কার্যক্রম চলছে। এই কার্যক্রমের মাধ্যমে বিশ্বে তরুণদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব, উদ্যমী, সাহসী, আত্মবিশ্বাসী এবং সামাজিক কাজে দক্ষতা বাড়িয়ে তুলতে সাহায্য করে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুর আলোচনা সভা ও সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধচবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সংবর্ধনা অনুষ্ঠান