বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার নগরীর অঙিজেনে সমতা প্রকল্প কার্যালয়ে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও নববাঁকে কর্ণফুলী। অনুষ্ঠানে বক্তারা হিজড়াসহ লিঙ্গবৈচিত্র্যের জনগণের মানবাধিকার রক্ষা ও জীবনমান উন্নয়ন নিয়ে মতামত ব্যক্ত করেন।
এতে অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রুপন কুমার নাথ, সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য, আইনজীবী আজিজুল হক, হিজড়া গুরু ফাল্গুনি হিজড়া, নববাঁকে কর্ণফুলী সংস্থার প্রধান আরিফুল ইসলাম রণি ও বন্ধুর কর্মকর্তা নুরুল হাসেম। হিজড়াদের জীবনমান উন্নয়নে অবদান রাখায় অনুষ্ঠানে ফাল্গুনী হিজড়াকে সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।