চন্দনাইশে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার গাছবাড়িয়া খানহাট বাজারে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, উপজেলার খানহাট বাজারে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩ ব্যবসায়ীকে নগদ ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।