নগরীর আগ্রাবাদে একটি সিকিউরিটি প্রতিষ্ঠান থেকে কর্মচারী ছাঁটাইকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে আগ্রাবাদের রশিদ বিল্ডিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ দৈনিক আজাদীকে বলেন, একটি সিকিউরিটি প্রতিষ্ঠান থেকে কর্মচারী ছাঁটাইকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। সিকিউরিটি প্রতিষ্ঠানের একটি গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। সেটি তদন্ত করে দেখছি।
ঘটনা একেবারেই ছোট। কিন্তু সেটিকে বড় করে দেখানো হচ্ছে বলেও জানান ওসি।