আসাদকে নিরাপদে সরিয়ে নিয়েছে রাশিয়া

| বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৫ পূর্বাহ্ণ

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আলআসাদকে নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রয়টার্স লিখেছে, দেশটির রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। রাশিয়ায় আসাদের রাজনৈতিক আশ্রয় নিয়ে রিয়াবকভ বলেছেন, তিনি সুরক্ষিত আছেন। খবর বিডিনিউজের।সশস্ত্র বিদ্রোহীদের অভিযানে আচমকা ক্ষমতা হারানো প্রেসিডেন্ট আসাদের পালিয়ে মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নেওয়ার খবর আসে গত রোববার। তখন ক্রেমলিন জানিয়েছিল, মানবিকতার জায়গা থেকে তারা আসাদ ও তার পরিবারকে আশ্রয় দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৭৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, আফগান মন্ত্রী নিহত