দুই প্রীতমের ‘ঘুমপরী’

| বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

তরুণ নির্মাতা জাহিদ প্রীতমের পরিচালনায় প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রীতম হাসান। ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে দেখা যাবে তাদের। ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিডিনিউজের।

ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা প্রীতম বলেন, ‘ঘুমপরী’ গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তাও মিশেছে। চরকির সঙ্গে এটিই আমার প্রথম কাজ। আশা করছি দারুণ কিছু নিয়েই হাজির হব।

অভিনেত্রী তানজিন তিশারও চরকির সঙ্গে প্রথম কাজ হতে যাচ্ছে ‘ঘুমপরী’। তিশা বলেন, গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হবে বলে মনে হয়। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি, দর্শকদের খুব ভালো লাগবে। তিনি বলেন এরই মধ্যে নির্মাতা প্রীতম দর্শকদের সুন্দর সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন। আশা করছি ‘ঘুমপরী’ ও দর্শকদের ভালো লাগবে।

ঘুমপরী’তে আরো আছেন পারসা মাহজাবীন। এটি এই অভিনেত্রীর প্রথম ওয়েব ফিল্ম। ‘লিলুয়া’, ‘নীল অপরাজিতা’, ‘বুক পকেটের গল্প’ এবং ‘তিলোত্তমা’ নাটক বানিয়ে প্রশংসা পেয়েছেন প্রীতম। গত মাসে বিঞ্জে মুক্তি পেয়েছে নির্মাতার প্রথম ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’।

পূর্ববর্তী নিবন্ধহার দিয়ে এনসিএল টি-টোয়েন্টি শুরু চট্টগ্রামের
পরবর্তী নিবন্ধফারুক তাহেরের ‘হৃদয়ে মানবতা কণ্ঠে কবিতা’