চট্টগ্রাম ফলমন্ডি প্রিমিয়ার লিগে বরিশাল কিংস চ্যাম্পিয়ন

| বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফলমন্ডি প্রিমিয়ার লিগ ক্রিকেট সিজন১ এ বরিশাল কিংস চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ফাইনাল খেলায় নোয়াখালী কিংসকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বরিশাল কিংস। এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপির কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মো. মাহফুজুর রহমান, চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম, আলী আব্বাস খান, মোহাম্মদ হানিফ মিয়া, চট্টগ্রাম ফ্রুটস কিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম ফ্রুটস কিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ব্যাডমিন্টন কোর্ট ও খেলা উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাত মাস পর ক্রিকেটে ফিরে ব্যর্থ হলেন তামিম