বন্ধুর মায়ায় চলছে জীবন
কতক স্বপ্নের বিভোরে
জীবন তরীর মায়ার মনে
সুখ পাখিটার অন্তরে।
কত স্বপ্নের জাল বুনে যায়
শত জনমের ত্যাগের মহিমায়
চোখের পলকে ঝলক যেথায়
হারিয়ে যায় দুইজনায়।
হাসি কান্নার জীবন খানা
লুকায়িত অসম সময় পারাপার
আনমনে অজান্তে কারও অজানা
অনুভবে সহে না হৃদয় চুরমার।
বিশ্বাস অবিশ্বাসের নিবিড়ে মন
তড়ায় যায় জনম জনম
মলিন মুখটার মাঝে স্বজন
ঘোমটা মেরে করে শরম।
স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে
সবাই তখন পর হয়ে যায় থাকে না পাশে।
কষ্ট যখন মনের মাঝে আনে বজ্রপাত
বন্ধু আছে আশেপাশে তবু আঁধার রাত।
ব্যথার পাথার ভেঙে ভেঙে সমাজ
জ্বলে ওঠে,
আঁধার বাঁধার পাথর কেটে শব্দ
গোলাপ ফুটে।