ভারতের সঙ্গে আগের নতজানু পররাষ্ট্রনীতি আর নেই : উপদেষ্টা আসিফ

| বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৫ পূর্বাহ্ণ

ভারতের সঙ্গে ‘নতজানু’ পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সরে আসার কথা বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেছেন, জাতীয় স্বার্থ আপোস করে এমন কোনো পররাষ্ট্র সম্পর্ককে আমরা বিশ্বাস করি না। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় স্বার্থকে সামনে রেখে ভারতের সঙ্গে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে (বার্ড) টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বার্ডের লালমাই অডিটোরিয়ামে আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন : আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর’ শীর্ষক আফ্রিকানএশিয়ান প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। খবর বিডিনিউজের।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, সে বিষয়ে স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্যোগ নেওয়া হবে। বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দেন আফ্রিকানএশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আর্ডো) গবেষণা বিভাগের প্রধান খুশনুদ আলী।

বার্ডের সহকারী পরিচালক আব্দুল্লাআলমামুনের সঞ্চালনায় সমন্বয়ক ও বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন এবং কর্মশালা পরিচালক শিশির কুমার মুন্সী বক্তব্য দেন।

কর্মশালাটির উদ্দেশ্য হচ্ছে, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনকে সামনে রেখে আফ্রিকানএশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো)-এর সদস্য রাষ্ট্রসমূহের নীতিনির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের পল্লী এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করা। ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ কর্মশালায় শ্রীলঙ্কা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়শিয়া, কেনিয়া এবং বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার টেন্ডার স্থগিত করেছে হাইকোর্ট
পরবর্তী নিবন্ধসংস্কারের বদলে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে দলগুলো : নাহিদ